মধুর মৃত্যু ও আমাদের দায়
কোনোভাবেই ছোট্ট শিশু মধুকে মাথা থেকে বের করতে পারছি না। অথচ মধুকে আমি কখনো দেখিনি, পরিচয় নেই। আমার চেনা পরিচিত বেশ কয়েকজন ডেঙ্গুতে শিশু মধুর মৃত্যুর কথা লিখে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন। অনেক চেষ্টা করেও সেই ছবি মাথা থেকে বের করতে পারছি না। বারবার মনে হচ্ছে, আমারও একটা ছোট্ট শিশু…